
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.6294271, 0.5868273);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;
সোনারপুর : স্ত্রীর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা পছন্দ করত না।স্বামী। মাঝেমধ্যে এ নিয়ে অশান্তি লেগেই থাকত। স্ত্রীর থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে স্বামী। তার জেরে অশান্তি হয় দুজনের মধ্যে। তখনই গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুরে। ধৃতের বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা রুজু। অভিযুক্তকে মঙ্গলবার পেশ করা হভে বারুইপুর মহকুমা আদালতে।
আরও পড়ুন : বি্যের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে অপহরণ
নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুরের বাসিন্দা মহম্মদ আজহারউদ্দিন। মোবাইল ফোন ব্যবহার নিয়ে অশান্তির জেরে সোমবার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে সে। ঘটনায় অসুস্থ বোধ করেন তিনি। বাপের বাড়িতে খবর দেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সোমবারই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সুত্রে জানা গিয়েছে বছর তিনেক আগে বিয়ে হয় তাদের। সোশাল মিডিয়ার সুত্রে তাদের পরিচয় হয়। তারপর প্রেম হয় তাদের মধ্যে। স্ত্রী মথুরাপুর এলাকার বাসিন্দা। তার দাবি তিনি তিন মাসের অন্ত্বসত্বা। তার উপর মাঝেমধ্যেই তিনি শারীরিক ও মানসিক অত্যাচার করতেন বলে অভিযোগ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে বছর তিনেক আগে তাদের বিয়ে হয়েছিল। তারপর থেকে অশান্তি লেগেইছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।