বারুইপুরঃ বারুইপুর ও সুন্দরবনের মানুষের জন্য সুখবর! এবার আপনার শহরেই খুলে গেল বিশ্বস্ত গয়নার ব্র্যান্ড তানিস্ক-এর একেবারে নতুন শোরুম। পদ্মপুকুরে অবস্থিত এই শোরুমে অপেক্ষা করছে মনকাড়া ডিজাইন, অসাধারণ কালেকশন আর সেরা মানের সোনার ও হীরের গয়না।
আরও পড়ুনঃ বারুইপুর মহকুমা হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য চালু হল শীততাপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা
শুধু চমকপ্রদ ডিজাইনই নয়, তানিস্ক এনেছে দুর্দান্ত অফারের ভাণ্ডার। মাসে মাত্র দুই হাজার টাকা করে ১০ মাস জমালে, সেই টাকার ওপর মিলবে বিশেষ বোনাস। আর সেই বোনাস ব্যবহার করে গয়না কিনলে থাকছে অতিরিক্ত ছাড়ও। পুজোর আগে পাওয়া যাবে বিশেষ উৎসবের অফার, যা আপনার কেনাকাটাকে করে তুলবে আরও আনন্দময়। এখানেই শেষ নয়—১৬ আগস্ট পর্যন্ত কেনাকাটায় থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। ভাবুন তো, আপনার পছন্দের গয়না কিনছেন, আর সঙ্গে পাচ্ছেন সোনার কয়েন! তানিস্ক-এর নতুন শোরুমে রয়েছে এক্সচেঞ্জ অফারও। পুরনো গয়না বদলে নতুন কিনতে চাইলে পাবেন আপনার পুরনো গয়নার সঠিক বাজারমূল্য, কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। অর্থাৎ, পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানান আরও সহজে। তানিস্ক সবসময় গুণমান, স্বচ্ছতা এবং গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রতিটি গয়নায় রয়েছে নিখুঁত কারিগরি ও ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা, যা বছরের পর বছর আপনার সঙ্গী হবে।
তাহলে দেরি না করে আজই চলে আসুন বারুইপুরের পদ্মপুকুরে তানিস্ক–এর নতুন শোরুমে। পছন্দের গয়না বেছে নিন, অফারের সুবিধা নিন, আর এই উৎসবের মরশুমকে করে তুলুন আরও ঝলমলে। তানিস্ক – আপনার আস্থা, আপনার গয়না, আপনার উৎসব।
