কাকদ্বীপঃ সাতসকালে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের রামতনুনগর এলাকায় ধান জমির মাঝখানে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের নিথর দেহ। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়।
আরও পড়ুনঃ সই জাল করে জাল নথি তৈরি! ধৃত এক, তদন্তে নেমেছে পুলিশ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত যুবকের নাম রাকিব সেখ (২৭)। বাড়ি রামতনুনগরের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বুথে। জানা গিয়েছে, তিনি এলাকার পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন সেখের ভাইপো। মৃতদেহ উদ্ধারের পর রাকিবের পরিবারের দাবি, তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। রাকিবের বাবা শাহনাজ সেখ জানান, “আমার ছেলে খুব শান্ত স্বভাবের ছিল। কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। বুঝতে পারছি না কে বা কারা ওকে মেরে ফেলে রেখে গেল।” পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েই খুন করা হয়েছে রাকিবকে। তাঁর দেহ পাশের ৩ নম্বর বুথের ধান জমিতে পাওয়া যায়। কে বা কারা এই হত্যার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ কিংবা রাজনৈতিক রেষারেষির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েকজন স্থানীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নিহতের সাম্প্রতিক গতিবিধি ও সম্পর্কের জটিলতা। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
