বকখালিঃ সমুদ্রস্নান পরিণত হল মর্মান্তিক ঘটনায়। নামখানার বকখালি সমুদ্রসৈকতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। নিখোঁজ ওই যুবকের নাম ইমতাজুল আরসিন, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর এলাকায়। শনিবার একটি ছোট গাড়ি ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে বকখালিতে ঘুরতে এসেছিলেন তিনি। ছিলেন চারজন। রবিবার বিকেলে তাঁরা সবাই স্নান করতে নামেন সমুদ্রে। বেশ কিছুক্ষণ পরে তিনজন উঠে এলেও নিখোঁজ হয়ে যান গাড়িচালক ইমতাজুল।
আরও পড়ুনঃ ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, স্কুলের টিচার ইনচার্জের বিরুদ্ধে উঠল গুরুতর প্রশ্ন
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুরাই প্রথম খেয়াল করেন, অনেকক্ষণ কেটে গেলেও ইমতাজুল জলে থেকে গেছেন। তারপরেই শুরু হয় খোঁজাখুঁজি। প্রথমে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ডদের সহায়তায় সন্ধান চালানো হয়। কিন্তু সন্ধ্যা নামার পরেও তাঁর কোনও খোঁজ মেলেনি। সোমবার দুপুর পর্যন্ত টানা চলছে উদ্ধারকাজ। সমুদ্রে নেমে চলছে তল্লাশি, ব্যবহার করা হচ্ছে জলের উপর নজরদারির সরঞ্জামও। নিখোঁজ যুবকের বাবা পিনাকি আরসিন বলেন, “ছেলে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। জানতাম বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। কিন্তু এমন ঘটবে ভাবতেও পারিনি। এখন শুধু চাই ওকে খুঁজে পাওয়া যাক, অন্তত শেষবার দেখার সুযোগটা পাই।”
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজন এখনও আশায় বুক বেঁধে রয়েছেন, যদি কোনওভাবে ইমতাজুলকে পাওয়া যায়। তবে দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকায় আশঙ্কা বাড়ছে। স্থানীয় প্রশাসন ও নামখানা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে পর্যাপ্ত সতর্কতা ছিল কি না, সমুদ্রের প্রবল স্রোতের বিষয়ে পর্যটকদের আগাম সতর্ক করা হয়েছিল কিনা।
