
জয়নগরঃ গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ ঘোরাঘুরির সময় পুলিশের হাতে ধৄত এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকায় ৷ ধৄতের নাম আনসারউদ্দিন মল্লিক ৷ তার বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ ৷ ধৄতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ অভিযুক্তের বিরুদ্ধে পুরানো কোনও মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ ৷ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কি কাজে ব্যবহার করা তার উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান সাটার ও এক রাউন্ড তাজা কার্তুজ। বুধবার রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে জয়নগর থানার অন্তর্গত কাঁসারিপাড়া এলাকায় এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সূত্র মারফত খবর পেয়েই তা গুরুত্ব সহকারে বিবেচনা করে জয়নগর থানার পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় ৷ রাস্তাতেই তাকে ধরে ফেলে পুলিশ ৷
তল্লাশি অভিযান চালিয়ে ধৃত যুবকের কাছ থেকে একটি দেশি ওয়ান সাটার এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতের নাম আনসার উদ্দিন মল্লিক ৷ তার বাড়ি জয়নগর থানার বিলপাড়া এলাকায়। তবে ধৃত আনসার উদ্দিন এই আগ্নেয়াস্ত কোথা থেকে পেয়েছে এবং কি কারনে রাতের বেলায় কাঁসারি পাড়াতেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। ধৃত আনসার উদ্দিন কে আজ বারুইপুর আদালতে পাঠানো হয়েছে।