কুলতলী: দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার অন্তর্গত গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সানকি জাহান এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম জিতেন্দ্র সিং (৩৮), বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত পূর্ব শিরামপুর এলাকায়।
আরও পড়ুনঃ CISCE রিজিওনাল প্রি সুব্রত কাপ ও ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলাধুলোর উৎসব বারুইপুরে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিতেন্দ্রবাবু কুলতলীর সানকি জাহান এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। স্থানীয় বাসিন্দা স্বপন মাইতির বাড়িতে নির্মাণকাজ চলাকালীন হঠাৎই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। আতঙ্কিত হয়ে পড়েন স্বপনের পরিবারের সদস্যরাও। তাঁরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান কুলতলী ব্লক হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলী থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট আসার পর আরও তদন্ত এগোবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাজের জন্য ভিনজেলা থেকে এসে এমন এক মর্মান্তিক পরিণতির শিকার হওয়ায় শোকস্তব্ধ স্থানীয় মানুষজনও। ঠিক কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন জিতেন্দ্র সিং, তা জানতে বিদ্যুৎ সংযোগ এবং কাজের সময়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
