কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের গর্ব সুন্দরবন মহাবিদ্যালয়ে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। কলেজের ছাত্র সংসদের ঘরেই নাকি বসেছে বিয়ের আসর! এমনই অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি কিছু স্টিল ছবি সামনে আসে যেখানে দেখা যাচ্ছে কলেজ ক্যাম্পাসের ছাত্র সংসদ কক্ষে চলছে এক বিয়ের অনুষ্ঠান। অভিযোগ, কলেজেরই এক অস্থায়ী কর্মীর বিয়ে হয় ওই ঘরে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কলেজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবিভিপি ও এসএফআই উভয় সংগঠনের তরফেই অভিযোগ জানানো হয়েছে। কলেজে এমন ধরনের কাজ কীভাবে হয়, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবিভিপির এক ছাত্রনেতা বলেন, “এটা শিক্ষা প্রতিষ্ঠানের অপমান। কলেজের ছাত্র সংসদের মতো পবিত্র জায়গা বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়।”এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী বলেন, “দক্ষিণ দিকের পাঁচিল কিছুটা নিচু, সেই দিক দিয়ে অনেক সময় বহিরাগতরা প্রবেশ করে। শুনেছি বিয়েটা বাইরে হয়েছে, পরে বর-বউ কলেজে এসেছিলেন পরিচিতদের সঙ্গে দেখা করতে। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।” তবে অধ্যক্ষের বক্তব্যে বিতর্ক থামেনি। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, অনুমতি ছাড়া কীভাবে এমন ঘটনা ঘটতে পারে কলেজ ক্যাম্পাসে?
এখন দেখার বিষয়, তদন্তে কলেজ প্রশাসন ও স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। তবে ইতিমধ্যেই এই ঘটনা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং নানা মহলে চাঞ্চল্য তৈরি করেছে।
