সোনারপুরঃ রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমে যাচ্ছে। জলমগ্ন হয়ে পড়েছে সড়ক, রাস্তায় হাঁটু জল। স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন, অনেকেই বাড়ির বাইরে বের হতে পারছেন না। যারা বের হচ্ছেন, তাঁদের হাঁটু জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে। এমনকি রিকশা ভাড়া বাড়ানো হয়েছে, অতিরিক্ত টাকা দিয়ে রিকশা চালাতে হচ্ছে অনেককে।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে জলমগ্ন দিগম্বরপুর, চরম দুর্ভোগে পাথরপ্রতিমার বাসিন্দারা
তবে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক চলাচল। জল জমে থাকায় অনেকের বাইক খারাপ হয়ে যাচ্ছে, একদিকে জল জমে থাকা, অন্যদিকে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাজপুর সোনারপুর পুরসভার পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে ১৬টি পাম্প চালানো হয়েছে গড়িয়া, মহামায়াতলা, বোড়াল ও রাজপুর এলাকায়। পাম্পের সাহায্যে জমে থাকা জল বের করার চেষ্টা চলছে। তবে, এখনও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানিয়েছেন, “ভারী বৃষ্টি না হলে আজকের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।” তিনি আশাবাদী যে, পাম্পের মাধ্যমে জল নিস্কাশন ব্যবস্থা কাজ করবে এবং সাধারণ মানুষের সমস্যা কিছুটা কমবে।
এদিকে, এলাকাবাসী অবশ্য বৃষ্টির পরবর্তী দিনগুলিতে আরও কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার দাবি জানাচ্ছেন। তারা দ্রুত কোনো স্থায়ী সমাধান চাচ্ছেন, যাতে ভবিষ্যতে আর এমন জলযন্ত্রণায় ভুগতে না হয়।
