বারুইপুরঃ বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কার্যত জলমগ্ন। নিম্নচাপজনিত একটানা বৃষ্টিতে চত্বর তো বটেই, হাসপাতালের ভিতরের মেঝেও জলে ঢেকেছে। পরিস্থিতির জেরে চরম সমস্যায় পড়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রুগী এবং রোগীর আত্মীয়-পরিজনেরা।
আরও পড়ুনঃ গড়িয়ার ঢালুয়ায় বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগ, তিন মাস ধরে কার্যত অবরুদ্ধ এলাকা
চিকিৎসকদের কথায়, টানা বৃষ্টির পর পানিবাহিত রোগের উপসর্গ নিয়ে প্রতিদিন বহু রুগী আসছেন। অথচ সেই হাসপাতালে প্রবেশ করতে গিয়েই পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আউটডোরে দেখানোর জন্য টিকিট কাটতে গেলে হাঁটুর কাছাকাছি জল পেরিয়ে পৌঁছাতে হচ্ছে কাউন্টারে। শুধু জলজট নয়, আছে সাপের উপদ্রবও। বিড়ালের আঁচড়ে আহত রোগী কমলা বৈরাগী জানান, হাসপাতালে আসতে গিয়ে জলকাদায় তার ক্ষত স্থানে ফের যন্ত্রণা শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মী শ্রাবন্তী মন্ডল জানাচ্ছেন, এমন দুর্বিষহ অবস্থার মধ্যেও ডিউটি করতে হচ্ছে তাঁদের। জল ঠেলে আসতে হচ্ছে হাসপাতালে। জুনিয়র চিকিৎসক ঐশিকা দাস বলেন, “নিজেদের আসার সময়ও সমস্যা হচ্ছে, আর রোগীদের কথা না বললেই নয়। এত জল জমেছে, তাতে আরও বেশি করে ডায়ারিয়া, টাইফয়েডের মতো রোগে আক্রান্ত হয়ে আসছেন মানুষজন। দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
একদিকে ক্রমবর্ধমান রোগীর চাপ, অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের এমন বেহাল পরিকাঠামো—সব মিলিয়ে জনস্বাস্থ্য ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়ছে। অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয়রা।
