
সোনারপুরঃ এবার থেকে সোনারপুরের হরিনাভী, কামালগাজি এলাকা থেকে সরাসরি যাওয়া যাবে শিলিগুড়ি, শান্তিনিকেতন তারাপীঠ ৷ বারাসাত, হাওড়া যাওয়ার বাস পরিষেবাও শুরু হল রবিবার থেকে ৷ এর ফলে উপকৄত হবেন এলাকার বাসিন্দারা ৷ ৮ই মার্চ নারী দিবসে নতুন চারটি বাস রুটের উদ্ধোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ৷ উপস্থিত ছিলেন বারুইপুর পুর্ব বিধাবসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ৷
আরও পড়ুনঃ বেসক্যাম্পে পৌঁছাল সোনারপুর আরোহীর সদস্যরা
বারুইপুরের ফুলতলা বাসস্ট্যাণ্ড থেকে বিকাল ৫টায় ছাড়বে শিলিগুড়ি যাওয়ার বাস ৷ পদ্মপুকুর, হরিনাভী, কামালগাজি, ঢালাই ব্রীজ হয়ে এই বাস উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে ৷ অন্যদিকে শিলিগুড়ির তেনজিং নরগে বাসস্ট্যাণ্ড থেকে প্রতিদিন সন্ধে ৭.৩০ নাগাদ ছাড়বে এই বাস ৷ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসে একপিঠের ভাড়া পড়বে ১৩৯৫ টাকা ৷ শিলিগুড়ির পাশাপাশি বারুইপুরের ফুলতলা বাসস্ট্যাণ্ড থেকে প্রতিদিন সকাল ১০টায় ছাড়বে শান্তিনিকেতন তারাপীঠ যাওয়ার বাস ৷ তারাপীঠ থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে বারুইপুরের উদ্দেশ্যে ফের রওনা দেবে বাস ৷ বারুইপুর থেকে তারাপীঠের ভাড়া পড়বে ৬৩৫ টাকা ৷ এই দুটি ভলবো বাস পরিষেবা ছাড়াও বারুইপুরের উত্তরভাগ থেকে দিনে চারবার হাওড়া ও বারাসত বাস পরিষেবাও চালু হল আজ থেকেই ৷
এই চারটি রুটের বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবে এলাকার বাসিন্দারা। শুধু বারুইপুর এলাকার বাসিন্দারাই নয় সোনারপুর, জয়নগর, কুলতলি, ক্যানিং এর মত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও উপকৃত হবে। সামনেই গরমের ছুটি পড়বে স্কুলগুলিতে। ট্রেনে টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। এই বাস পরিষেবা চালু হওয়ায় এইসব এলাকা থেকে সরাসরি উত্তরবঙ্গ বা তারাপীঠ শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন স্থানীয় যাত্রীরা। WBTC এর ওয়েবসাইট ছাড়াও কাউন্টার ও রেড বাসের অ্যাপ থেকেও পাওয়া যাবে টিকিট।