সাগরঃ গঙ্গাসাগরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসা প্রায় ৩০ জনের একটি দল বৃহস্পতিবার গঙ্গাসাগরে আসে। দুপুর নাগাদ এক নম্বর ঘাটে জোয়ারের সময় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সমুদ্রে নামেন তাঁরা। সেই সময়েই তলিয়ে যান সন্দীপ গন্ড নামে বছর চব্বিশের এক যুবক।
আরও পড়ুনঃ নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও রাত পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ মেলেনি। এখনও চলছে খোঁজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জোয়ারের সময় সমুদ্রে নামা বিপজ্জনক, এবং এই সময় স্নান না করতে বারবার সতর্ক করা হলেও অনেকেই তা অমান্য করছেন।
জানা গিয়েছে, পুরো ঘটনাটি ভিজুয়াল অ্যাপের মাধ্যমে নজরে রাখা হয়েছে এবং আধুনিক সরঞ্জামের সাহায্যে যুবককে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসন আবারও পর্যটকদের উদ্দেশে আবেদন করেছে, সাগরে স্নানের আগে আবহাওয়ার পরিস্থিতি ও জলস্তরের সময় সম্পর্কে অবগত থেকে নিরাপদ আচরণ মেনে চলতে। ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের খোঁজে সমুদ্রতট ঘেঁষে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।
