নরেন্দ্রপুরঃ এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে একাধিক ছাত্র নজর কাড়লেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের মধ্যে মাত্র দুজন স্থান পেয়েছেন প্রথম দশে। পঞ্চম স্থানে রয়েছেন হুগলির কামারপুকুর এলাকার বাসিন্দা সোম তীর্থ করণ। তার প্রাপ্ত নম্বর ৬৯১। আর অষ্টম স্থানে রয়েছেন বিহারের নালন্দা জেলার ছাত্র পুষ্পক রত্নম। দুই ছাত্রই জানায়, ভালো রেজাল্টের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে পরিবারের পাশাপাশি মিশনের পড়াশোনার পরিবেশের। পুষ্পক বলেছে, সে ভালো রেজাল্টের আশা করেছিল ঠিকই, তবে এতটা ভালো ফল হবে তা ভাবেনি। অঙ্ক তার প্রিয় বিষয়, আর ক্রিকেট প্রিয় খেলা। আগামী দিনে সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ, ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন সোনারপুরের অভ্রদীপের
কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে পুষ্পক। তার দাবি, দেশের নিরাপত্তার প্রশ্নে কড়া প্রতিক্রিয়া ও বদলাব নেওয়া জরুরি। তার মত, শান্তির পথে যারা বাধা তৈরি করে, তারা মানবতার শত্রু। প্রধান শিক্ষক স্বামী ইস্টেশানন্দ জানিয়েছেন, মেধা তালিকায় কতজন এসেছে তা দিয়ে বিদ্যালয়ের সামগ্রিক সাফল্য বিচার করা যায় না। পূর্ণাঙ্গ রেজাল্ট আসার পরেই আসল চিত্র সামনে আসবে। তিনি বলেন, “প্রত্যেক বছর ছাত্ররা ভালো রেজাল্ট করে। কারণ আমরা পড়াশোনার জন্য একটি শৃঙ্খলাবদ্ধ ও গাইডেড পরিবেশ তৈরি করি। এখানে ছাত্রদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। তারা নিয়মিত গাইডেন্স পায়।”
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই দুই ছাত্রের সাফল্য আবারও প্রমাণ করল, নিয়মানুবর্তিতা, সংযম এবং মনোনিবেশই সাফল্যের চাবিকাঠি। সোম তীর্থ ও পুষ্পকের এই কৃতিত্ব শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং বিদ্যালয়ের শিক্ষা-দর্শনের প্রতিফলন। এই সাফল্যকে পাথেয় করে তারা যেন ভবিষ্যতেও দেশের গর্ব হতে পারে—এটাই প্রত্যাশা।
