
সোনারপুরঃ আগ্নেয়াস্ত্র সহ দুজন কুখ্যাত দুষ্কৄতিকে শনিবার রাতে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান সাটার ও তিন রাউণ্ড কার্তুজ ৷ তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ৷ রবিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ ধৄতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ ৷
আরও পড়ুনঃ মাদকপাচার চক্রের অন্যতম মুল পাণ্ডা উসমান গাজী
আব্দুল হাকিম মোল্লা ও আদিত্য দাস নামে দুজনকে সোনারপুর ভাঙড় বর্ডার লাগোয়া প্রসাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এদের মধ্যে আব্দুল কুখ্যাত দুষ্কৄতি বলে জানা গিয়েছে ৷ তার বিরুদ্ধে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে ৷ তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল বসিরহাট থানার পুলিশ ৷ প্রসাদপুর এলাকায় তারা গা ঢাকা দিয়েছিল বলে জানা গিয়েছে ৷ গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ ৷
সোনারপুর থানা এলাকায় তারা কেন আশ্রয় নিয়েছিল এর পাশাপাশি এখানকার কোনও চুরি, ছিনতাই এর সাথে এরা যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷