
সোনারপুরঃ চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ খেয়াদহের জগদীপোতা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৄতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক অপরাধ করার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
আরও পড়ুনঃ নরেন্দ্রপুরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটলেন বৄদ্ধ
খেয়াদহের জগদীপোতা এলাকা থেকে সুবর্ণ কুমার নস্কর ও সানু নস্কর নামে দুজনকে গ্রেফতার করা হয় ৷ গ্যাস চুরির ঘটনার সাথে এরা যুক্ত ছিল বলে অভিযোগ ৷ নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বৄহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করে ৷ গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এলাকার বেশ কিছু চুরির কিনারা হতে পারে বলে মনে করছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাদের বারুইপুর আদালতে পেশ করা হয় ৷
নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে তাদের বিরুদ্ধে গ্যাস সিলিণ্ডার চুরির অভিযোগ রয়েছে ৷ গ্যাস সিলিণ্ডার চুরি করে তারা তা কোথায় বিক্রি করত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাদের সাথে আর কেউ জডিত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷