
বোড়াল – এই মন্দিরের প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে ইতিহাস ৷ শুধু ইতিহাস নয়, মানুষের বিশ্বাসও জড়িয়ে রয়েছে ৷ বহু দর্শনার্থী রোজই আসেন ৷ সবার কথা ভেবেই মন্দিরকে নবরুপে সাজানো হয়েছে ৷ বুধবার সন্ধেবেলায় এর উদ্ধোধন করেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস ৷ আজই তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল ৷
বারুইপুরে বন্দুক হাতে বিজেপির যুবনেতা
স্থানীয় সূত্রে জানা যায়, গড়িয়ার বোড়াল অঞ্চলের একটি দীঘি থেকে উদ্ধার হয় পাল ও সেন যুগের বেশ কিছু স্থাপত্য, ভাস্কর্য। কথিত আছে সতীর বাম করতালু এই অঞ্চলে পড়েছিল। পরবর্তীতে সেন বংশের এক প্রতিনিধি এই বোড়ালের এই দিঘির পাশে একটি মন্দির নির্মাণ করেন যা বর্তমানে অন্যতম শক্তিপীঠ ত্রিপুর সুন্দরী মন্দির নামে পরিচিত। পরবর্তীতে রাজ্যের মাননীয় মন্ত্রী অরুপ বিশ্বাসের হাত ধরে নতুন কলবরে সেজে উঠে সেই মন্দির। এদিন সন্ধ্যায় নতুন গর্ভগৃহ সহ আধুনিক মানের দুটি বিশ্রাম কক্ষের উদ্বোধন করেন অরুপ বিশ্বাস। সেখানে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম সহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্দির উন্নয়নে পঞ্চাশ শতাংশ কাজ হয়েছে,আগামীদিনে উন্নয়নের একশো শতাংশ কাজ সম্পূর্ণ হবে বলে এদিন জানান মন্ত্রী অরুপ বিশ্বাস।।
ফেব্রু্যারি মাসের শুরুতেই মন্দিরের বার্ষিক উৎসব তার আগে মন্দির সুন্দরভাবে সেজে ওঠায় খুশি দর্শনার্থী থেকে আরম্ভ করে এলাকার সাধারণ বাসিন্দারাও ৷ এরফলে আরও বহু মানুষ এখানে আসবেন বলে আশাবাদি তারা ৷