সোনারপুরঃ ক্যানিং শাখায় ফের ট্রেন অবরোধ। সোমবার রাতে একটি ম্যাটাডোর ও ট্রেনের সংঘর্ষের ঘটনার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লী। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের মূল দাবি, অবিলম্বে ওই এলাকায় একটি স্থায়ী লেভেল ক্রসিং নির্মাণ করতে হবে।
আরও পড়ুনঃ ক্যানিং শাখায় ট্রেন অবরোধ: লেভেল ক্রসিংয়ের দাবিতে উত্তাল সোনারপুরের রাধাগোবিন্দ পল্লী
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেললাইনের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয় মানুষদের। স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে রোগী পরিবহণ—সব ক্ষেত্রেই এই পথ একান্ত জরুরি। এই রাস্তাটি রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড ও সোনারপুরের বিভিন্ন পঞ্চায়েত এলাকার মানুষজন প্রতিদিন ব্যবহার করেন। সোমবার রাতের দুর্ঘটনার পরে রেল কর্তৃপক্ষ ওই স্থান ঘিরে দেওয়ার কাজ শুরু করতেই উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালে রেল কর্মীরা কাজ শুরু করতেই তাঁদের বাধা দেন স্থানীয়রা। এরপরেই তাঁরা রেল অবরোধে বসেন। তাঁদের বক্তব্য, লেভেল ক্রসিং না করে যদি রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়, তা হলে হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতে ভীষণ সমস্যা তৈরি হবে।
ঘটনাস্থলে হাজির হন রেল কর্তৃপক্ষ, আরপিএফ এবং পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। আরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়, আপাতত ওই জায়গায় আর ঘেরার কাজ হবে না এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এরপরেই আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। আন্দোলনকারী সুমন হালদার বলেন, ‘‘আমরা আন্দোলন প্রত্যাহার করেছি, তবে স্থায়ী লেভেল ক্রসিং না হলে আমরা আবারও পথে নামব।’’
