নিজস্ব সংবাদদাতাঃ NH 10 জাতীয় সড়কে সেবক থেকে রংপো যাওয়ার পথে একাধিক জায়গায় চলছে রাস্তার মেরামতির কাজ। এই কারণে আজ, মঙ্গলবার থেকে শুরু হল দ্বিতীয় পর্যায়ের যান নিয়ন্ত্রণ। এই ব্যবস্থা জারি থাকবে আগামী ১৫ই মে, বৃহস্পতিবার পর্যন্ত। সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন মোট পাঁচটি নির্দিষ্ট সময়সীমায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়গুলি হল— ভোর ৫টা থেকে সকাল ৭টা, সকাল ৮টা থেকে ১০টা, সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ২টো থেকে বিকাল ৪টা এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। অর্থাৎ, সারাদিনে মোট ১০ ঘণ্টা এই গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এই সময়সীমার মধ্যে।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ লাঙলবেড়িয়া থেকে গ্রেফতার বিক্রম বাঁশি, তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ
এই কারণে প্রশাসনের তরফে পর্যটকদের ও যাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হয়েছে, সিকিম বা কালিম্পং অভিমুখে যাত্রা করার পরিকল্পনা থাকলে যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা দিতে। যাত্রাপথে ট্রাফিক জ্যাম ও অপেক্ষার জন্য অতিরিক্ত সময় লাগবে, বিশেষত যাঁদের ট্রেন বা বিমানের সময় নির্দিষ্ট রয়েছে, তাঁদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। এদিকে, যাঁরা ইতিমধ্যেই সিকিমে ঘুরতে গিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেরই ফেরার দিন পড়েছে এই সময়সীমার মধ্যে। তাঁদেরও তাড়াতাড়ি বেরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাতে নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা পৌঁছানো যায়।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাড অ্যাবাউট ট্রাভেলের সাথে যাওয়া একটি পর্যটক দল সকাল ৭টাতেই রওনা দেন । তাঁরা সিকিমের পেলিং থেকে নিউ জলপাইগুড়ি ফিরছিলেন। সংস্থার তরফে জানানো হয়েছে, দলটি সকাল ৬টায় রওনা দেয় এবং যাতে সময়মতো স্টেশনে পৌঁছাতে পারেন, তার জন্য গাড়িতেই তাঁদের ব্রেকফাস্ট সরবরাহ করা হয়। দলের চালক রোমান লিম্ব ‘সোনারপুর আপডেট’-কে জানান, “রাস্তার কাজের কারণে আজ প্রায় আড়াই ঘণ্টা বেশি সময় লেগেছে পেলিং থেকে এনজেপি পৌঁছাতে।” তবে সতর্ক পরিকল্পনার জন্য কেউ সমস্যায় পড়েননি বলেও জানান তিনি। পর্যটকদের উদ্দেশ্যে ম্যাড অ্যাবাউট ট্রাভেলের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে— “হাতে সময় নিয়ে রওনা দিন অথবা বিকল্প পথ ব্যবহার করুন, যাতে ভ্রমণ বিঘ্নিত না হয়।” এখন বর্ষার আগেই রাস্তার উন্নয়নকাজ সম্পন্ন করতেই এই নিয়ন্ত্রণ বলবৎ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
MAD ABOUT TRAVEL
8509870920 & 8240157592
