ঢালাই ব্রীজঃ ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কলকাতা হাইকোর্টের নির্দেশে নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। শনিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে নজরদারি চালাতে বের হন নগরপাল মনোজ বর্মা। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
আরও পড়ুনঃ বউমার হাতে শ্বশুর খুন, পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে রক্তাক্ত ক্যানিং
পরিদর্শনের অংশ হিসেবে এদিন নগরপাল পৌঁছন পাটুলিতে। সেখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি। এরপর ঢালাই ব্রিজ ও সংলগ্ন এলাকাও খতিয়ে দেখেন। নিরাপত্তা ও যানচলাচল স্বাভাবিক রাখার বিষয়ে বিশেষ নির্দেশ দেন। ঘটনাস্থলে ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারও। শহরে ঢোকা ও বেরোনোর একাধিক প্রবেশপথে যাতে যানজট না হয়, সেদিকেও বিশেষ নজর দিতে বলেন নগরপাল। ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রতি বছর ধর্মতলায় বিরাট জনসমাগম হয়। একাধিক জেলা থেকে ট্রেন, বাসে করে কর্মী-সমর্থকরা শহরে আসেন। সেই ভিড় সামাল দিতে হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন, শহরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না হয়।
সেই নির্দেশিকাকে মান্যতা দিয়েই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি বলেন, “আদালতের নির্দেশ মেনেই শহরকে সচল রাখতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনও রকম অস্বস্তিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ।” শহরের যানচলাচল, নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনে অতিরিক্ত বাহিনী নামানোর কথাও ভাবা হয়েছে বলে সূত্রের খবর।
