কুলতলিঃ রবিবার সন্ধেবেলা দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ (৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই নিজের চায়ের দোকানে বসেছিলেন সেলিম। ঠিক সেই সময় আচমকা বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এলাকায় অন্ধকার নামতেই সুযোগ নেয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি—চার রাউন্ড গুলি ও তিনটি বোমা ছোঁড়ে তারা। দু’টি গুলি সেলিমের পিঠ ও গালে লাগে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পেছনে পূর্ব পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন গুলিবিদ্ধের স্ত্রী মাসুদা খান। তাঁর অভিযোগ, কয়েকদিন ধরেই স্বামীকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি বাড়ির সামনে বোমাবাজিও হয়েছিল। পুলিশকে জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকায় তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং সম্প্রতি জমি কেনাবেচা নিয়ে বিরোধ থেকেই এই হামলা বলে তাঁর দাবি। সাত–আটজন এলাকার যুবক এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করে তিনি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি তুলেছেন।
অন্ধকারের সুযোগে ঘটে যাওয়া এই নৃশংস হামলায় আতঙ্কে কাঁপছে গোটা এলাকা। পুলিশ রাজনৈতিক নাকি ব্যক্তিগত রেষারেষি—তা খতিয়ে দেখছে। তবে বড় প্রশ্ন, হুমকির আগাম অভিযোগ উপেক্ষা করে কি আরও একবার ব্যর্থ হল প্রশাসন?
