
ভাঙড়ঃ রাজ্জাক খান খুনে উত্তাল ভাঙড়। বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল ধিক্কার মিছিল বের হয় ভাঙড় কলেজ মোড় থেকে। প্রায় দু’কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল শেষ হয় ঘটকপুকুর মোড়ে। অংশ নেন শতাধিক তৃণমূল কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ রাজ্জাক খুনে আরও এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার, মোফাজ্জেলের ভাড়াটে খুনি জাকির
মিছিলে নেতৃত্ব দেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, “রাজ্জাক খানকে সমাজবিরোধীরা পরিকল্পনা করে খুন করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়— যারা ধরা পড়েছে, তাদের রং না দেখে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা এখনও ধরা পড়েনি, তাদেরও দ্রুত গ্রেফতার করতে হবে।” শওকত আরও বলেন, “আজ রাজ্যের বাইরে বাঙালিদের লাগাতার অপমান করা হচ্ছে। এটি নিছক কাকতালীয় নয়— একটি রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপি নেতৃত্ব এই অপমানের বিরুদ্ধে মুখ খুলছে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের সম্মানের লড়াই চালিয়ে যাবেন এবং রাজপথে থেকে নেতৃত্ব দেবেন।”
তৃণমূল নেতাদের মতে, রাজ্জাক খুনের পেছনে রাজনৈতিক শত্রুতির ইঙ্গিত স্পষ্ট। ধিক্কার মিছিল থেকেই স্পষ্ট, দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব কঠোর শাস্তির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন চলবে।