সোনারপুরঃ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোনারপুর মোড়ে অনুষ্ঠিত হল এক বিশাল রক্তদান শিবির। শুধু রক্তদানই নয়, পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা বিতরণ কর্মসূচি।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক বিশিষ্ট মন্ত্রী ও জনপ্রতিনিধি—মন্ত্রী মানস ভূঞ্যা, দিলীপ মণ্ডল, স্নেহাশীষ চক্রবর্তী, সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক শওকত মোল্লা, ফিরদৌসী বেগম সহ অন্যান্যরা। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র জানান, “আজকের রক্তদান শিবিরে এক হাজারেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য শিবিরে বহু মানুষ অংশগ্রহণ করেন। চক্ষু পরীক্ষায় যাঁদের চশমা লাগবে, তাঁদের পরে চশমা সরবরাহ করা হবে।” তিনি আরও বলেন, “এই ধরনের শিবিরের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। আগামী দিনেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
এই পুরো কর্মসূচির সাফল্যের পেছনে রয়েছে সোনারপুর দক্ষিণের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, কাউন্সিলর এবং বুথ স্তরের দলীয় কর্মীদের নিরলস পরিশ্রম। লাভলী মৈত্র জানান, “এই শিবিরের আয়োজন কোনও ব্যক্তিগত উদ্যোগ নয়, এটা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা।” স্থানীয় মানুষদের মধ্যে এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। রক্তদাতাদের উৎসাহিত করতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তৃণমূলের এই উদ্যোগকে প্রশংসা করছেন অনেকেই। এই শিবিরে স্বাস্থ্য সচেতনতা যেমন বাড়ানো হয়েছে, তেমনই সামাজিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করেছে সোনারপুর দক্ষিণের তৃণমূল নেতৃত্ব।
