গড়িয়াঃ ২১শে জুলাই শহীদ দিবসের প্রাক্কালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হল। রক্তদানের মতো মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ।
আরও পড়ুনঃ ২১শে জুলাই শহীদ সমাবেশ ঘিরে নিরাপত্তা খতিয়ে দেখলেন নগরপাল, প্রস্তুত কলকাতা পুলিশ
এই উদ্যোগের মূল উদ্যোক্তা অভ্র মুখার্জী জানান, “২০০৮ সাল থেকে আমরা এই রক্তদান শিবির শুরু করি। তখন থেকে আজ অবধি এই কর্মসূচি একটি উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর মানুষের অংশগ্রহণ, উৎসাহ আরও বাড়ছে।” তিনি আরও বলেন, “রক্তদানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের লক্ষ্য। পাশাপাশি, সমাজের প্রয়োজন মেটানোর একটি পথও এটি।” এই রক্তদান শিবিরে প্রতিবছরের মতো এবারও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বহু মানুষ রক্তদানে অংশ নিতে আসেন। আয়োজকরা জানিয়েছেন, এবার তিনশোরও বেশি রক্তদাতা রক্তদান করবেন বলে আশা করা হচ্ছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তাঁরা সকলেই রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে এই ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ দিবসকে ঘিরে এই ধরনের ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সামাজিক দায়বদ্ধতার দিকটিকেই তুলে ধরে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
