ক্যানিং: পিটিয়ে খুনের এক পুরনো মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন তৃণমূল নেতা খতিব সর্দার। বৃহস্পতিবার রাতে বারুইপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তিনি ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও একসময়কার অঞ্চল সভাপতি ছিলেন।
আরও পড়ুনঃ অফবিট স্বর্গ লেপচাজগত: পাহাড়ের কোলে শান্তির ঠিকানা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে একটি পিটিয়ে খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই ঘটনার পর থেকেই তিনি দীর্ঘদিন এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি তার গতিবিধির খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস এক প্রতিক্রিয়ায় বলেন, “খতিব একসময় দলের সঙ্গে যুক্ত থাকলেও সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আইন আইনের পথে চলবে। আমরা চাই দোষী যথাযথ শাস্তি পাক।”
পুলিশ জানায়, ধৃতকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হয়। তদন্তে বেরিয়ে আসতে পারে আরও তথ্য ও জড়িতদের নাম।
