সোনারপুরঃ ২১শে জুলাই শহিদ দিবসের আগে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে। সেই উপলক্ষেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল বিশেষ প্রস্তুতি সভা। রাজপুর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত এই সভার নেতৃত্বে ছিলেন বিধায়ক লাভলী মৈত্র।
আরও পড়ুনঃ সমুদ্রের করাল গ্রাসে বিপন্ন গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে সৈকত এলাকা
প্রতিবছরই শহিদ দিবসের আগে তৃণমূল কর্মীদের মধ্যে থাকে প্রবল উন্মাদনা। এবার তার রেশ আরও তীব্র, কারণ সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। ফলে এবারের ২১শে জুলাই দলের কাছে শুধুমাত্র শহিদদের স্মরণ নয়, আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নির্ধারণের অন্যতম ক্ষেত্র হিসেবেও উঠে এসেছে। সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী, রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক-সহ এই কেন্দ্রের সমস্ত কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যরা। সভায় উঠে আসে শহিদ দিবসের ঐতিহ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার রাজনৈতিক সংগ্রাম এবং আগামী দিনে কেন্দ্র ও রাজ্য রাজনীতিতে তৃণমূলের ভূমিকার প্রসঙ্গ। বক্তারা জানান, কলকাতায় ঐতিহাসিক শহিদ সমাবেশ সফল করতে প্রতিটি বুথ থেকে হাজার হাজার কর্মী অংশ নেবেন। বিধায়ক লাভলী মৈত্র বলেন, “২১শে জুলাই শুধুমাত্র একটি দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। শহিদের রক্তে ভেজা রাজপথে আবার আমরা দেখাবো আমাদের ঐক্য ও শক্তি।”
তৃণমূল সূত্রে খবর, এবছর সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে কয়েক হাজার কর্মী ও সমর্থক শহিদ দিবসের সভায় অংশ নেবেন। দলের বার্তা স্পষ্ট—আগামী নির্বাচনের আগে শহিদ দিবস হোক সংগঠনের শক্তি প্রদর্শনের দিন।
