
মন্দিরবাজারঃ দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত লক্ষীনারায়নপুর উত্তর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রধান নির্বাচিত হয়েছেন দিপালী পাইক। বুধবার এই বোর্ড গঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার ও মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তাদের উপস্থিতিতে নতুন বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এবং দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সদস্যরা।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবার পুলিশের সাফল্য: উড়িষ্যা থেকে ধৃত ৩ দুষ্কৃতী, উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকার সোনা ও নগদ
প্রসঙ্গত, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে বিরোধী জোট বোর্ড গঠন করেছিল। কিন্তু পরে বিরোধী দলের প্রধান শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন। এরই মধ্যে বিরোধী জোটের চারজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল কংগ্রেস। এই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই বুধবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের স্বার্থেই এলাকার মানুষ তৃণমূলের উপর আস্থা রেখেছেন এবং তা প্রমাণিত হলো এই বোর্ড গঠনের মাধ্যমে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব আশাবাদী, নতুন বোর্ড দিপালী পাইকের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে এবং পঞ্চায়েত এলাকার মানুষের সমস্যা দ্রুত সমাধান হবে। এদিন অনুষ্ঠান শেষে সাংসদ ও বিধায়ক নবনির্বাচিত প্রধান ও সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।