ভাঙড়ঃ ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খানের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন পানাপুকুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লা। এর ফলে এই মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার।
আরও পড়ুনঃ সোনারপুর দক্ষিণে তৃণমূলের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির, অংশগ্রহণে অভূতপূর্ব সাড়া
গত বৃহস্পতিবার রাতে বিজয়গঞ্জ বাজারের কাছে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা রেজ্জাক খানের উপর হামলা চালায়। তার শরীরে পাঁচটি গুলি করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। খুনের পরদিন থেকেই তদন্তে নামে উত্তর কাশীপুর থানার পুলিশ। প্রথমে অসঙ্গতিপূর্ণ বয়ানের ভিত্তিতে ধরা হয় মোফাজ্জল মোল্লাকে। রবিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তার জেরা থেকেই উঠে আসে আরও তিনজনের নাম, যাদের সোমবার গ্রেফতার করা হয় এবং আজ তাদের আদালতে পেশ করা হবে।
এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এই খুনকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই ব্যাখ্যা করেছেন। অন্যদিকে, ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা দাবি করেছেন, এই খুনের পেছনে আইএসএফের ষড়যন্ত্র রয়েছে। এই পরিস্থিতিতে আগামী ১৬ জুলাই ভাঙড় ব্রিজ থেকে ‘ধিক্কার মিছিল’-এর ডাক দিয়েছেন নওশাদ সিদ্দিকি। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক মোবাইল ফুটেজ, কল রেকর্ড ও সন্দেহভাজনের গতিবিধি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।
