
জয়নগরঃ সাত সতীনের দোল নামেই এর পরিচিতি ৷ জানা গিয়েছে আজ থেকে দুশো বছরেরও বেশী আগে ১৮২০ সালে শুরু হয়েছিল এই উৎসব ৷ দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের দক্ষিণ বারাসতে একইসাথে বসবাসকারী সাতটি ভিন্ন ভিন্ন পরিবারের মধ্যে নানানকারণে ঝামেলা লেগেই ছিল ৷ স্ত্রীদের মধ্যে ঝামেলার জেরে সমস্যার মধ্যে পড়তেন পরিবারের পুরুষেরাও ৷ তারাই ঠিক করেন সাত সতীনের এই বিবাদ মেটাতে দোলযাত্রার শুভ সুচনা করবেন ৷ সেই থেকে শুরু এই উৎসব ৷ এরফলে ক্রমশ তাদের মধ্যে সম্পর্ক ভালো হতেও শুরু করে ৷
আরও পড়ুনঃ রং এর উৎসব আতঙ্ক তৈরি করেছে রাজপুরের অসিতের মনে
দক্ষিণ বারাসতের মোদক পরিবার, আচার্য পরিবার, মুহুরী পরিবার, বন্দোপাধ্যায় পরিবার, চক্রবর্তী পরিবার, চৌধুরী পরিবার এবং বোস পরিবার এই বিবাদে জড়িত ছিল। তাদের বিরোধ আদালত পর্যন্ত গড়ায় ৷ আদালত নির্দেশ দেয় এই সমস্যা তাদের নিজেদেরকেই মেটাতে হবে ৷ সেইসময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাতটি পরিবার একত্রিত হয়ে দোলযাত্রা উৎসবের সূচনা করেন। তারা সিদ্ধান্ত নেন যে, দোলযাত্রা উৎসবের মাধ্যমে নিজেদের মধ্যে শান্তি ও ভালোবাসার পরিবেশ তৈরি করবেন। সেই সময় থেকেই এই ঐতিহ্য চলে আসছে।
প্রতিটি পরিবারের পক্ষ থেকে নিজেদের নামে একটি করে দোলমঞ্চ তৈরি করা হয়েছিল ৷ এই জায়গা তখন থেকেই সাত সতীনের দোলমঞ্চ হিসেবে পরিচিত ৷, আজকের দিনে, যদিও সাতটি পরিবার থেকে এই সংখ্যা কমে পাঁচটি পরিবারে এসে পৌঁছেছে, তবুও পুরানো ঐতিহ্য এখনও বহাল রয়েছে। এলাকার বাসিন্দারাও এই দোলযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন, যা এখনো শান্তি, বন্ধুত্ব ও ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।এই ঐতিহ্যবাহী উৎসব এখন এলাকার মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক ঐক্য ও সবার মধ্যে সম্পর্ক স্থাপন করার একটি মাধ্যম হিসেবেও কাজ করে।