
সোনারপুর – সোনারপুর থানা এলাকার সার্দান বাইপাসের একটি অভিজাত আবাসানে বেআইনী কল সেন্টারের হদিস ৷ ১০ কোটি টাকার উপর প্রতারণার অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার ৩ যুবক ৷ উদ্ধার ৫টি ল্যাপটপ, ৫টি মোবাইল, ২টি রাউটার, ৭টি হেডফোন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী সংস্থা ও একাধিক ব্যাঙ্কের জাল লোগো ৷ একটি অডি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ধৄত তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
নির্দিষ্ট সোর্স মারফত খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখা সার্দান বাইপাসের এই অভিজাত আবাসনে তল্লাশি চালায় ৷ আবাসনের ৫ নম্বর ব্লকের ১১ তলার ১১০৩ নম্বর ফ্ল্যাটে চলছিল এই বেআইনী কল সেন্টার ৷ মুলত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম্পিউটার ও ল্যাপটপ হ্যাক, তথ্য পাচারের ভয় দেখিয়ে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হত বলে অভিযোগ ৷ সফটওয়ার হ্যাক করে তাদের কাছে ফোন কল করা হত ও ওটিপি পাঠানো হত ৷
ঘটনার তদন্তে নেমে পুর্ব যাদবপুর এলাকার বাসিন্দা জয় হালদার (২৫) সহ নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা তন্ময় মন্ডল (২৫) ও সোনারপুর থানা এলাকার বাসিন্দা শুভজিত বিশ্বাস (২৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ জয় এই চক্রের মুল পাণ্ডা বলে জানা গিয়েছে ৷ তার অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা ৷ এই ঘটনায় বারুইপুর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তার ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷