
কুলতুলি – বিদ্যুৎপৄষ্ঠ হয়ে মৄত্যু হল এক গৄহবধুর ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুলতলির কয়ালের চক এলাকায় ৷ চাষের জমিতে জল দেওয়ার সময় এই ঘটনা ঘটে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ ৷
কালো ব্যাচ পরে প্রতিবাদ শিক্ষকদের
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে চাষের জমিতে জল দেওয়ার সময় মোটরটি কোনও কারণে বডি হয়ে য়ায় ৷ তিনি হাত দেওয়ার সাথে সাথেই দুর্ঘটনা ঘটে ৷ মৄতের নাম গৌরি সরদার (৩৮) ৷ ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না ৷ সন্ধে হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয় ৷ ঘটনার সময় তার স্বামী দুরে চাষের জমিতে চাষ করতে গিয়েছিলেন ৷ বাড়ি ফেরার পথে চিৎকার চেঁচামেচি খেয়াল করেন তিনি ৷ সবাই মিলে খোঁজাখুজি শুরু করেন ৷ খোঁজার সময় চাষের জমিতে গেলে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সাথে সাথেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৄত বলে ঘোষনা করেন ৷
এই ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ ৷ দেহ আজই ময়নাতদন্তের জন্য় পাঠানো হবে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে কুলতলি থানার পুলিশ সুত্রে ৷