
বারুইপুর – প্রতিবছরের মত এবারও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বারুইপুর পুলিশ জেলার সাথে বারুইপুর প্রেস ক্লাবের একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় ৷ বারুইপুর রবীন্দ্রভবনের বিপরীতে নিউ ইণ্ডিয়ান ক্লাবের মাঠে এই ম্যাচের আয়োজন করা হয় ৷
ভুগোলে নম্বর বাড়ানোর সহজ উপায়
বারুইপুর প্রেস ক্লাবের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী হল বারুইপুর পুলিশ একাদশ ৷ পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি এই ম্যাচের নেতৄত্ব দেন ৷ ১২ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয় ৷ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বারুইপুর পুলিশ একাদশ ৷ ৩ উইকেটের বিনিময়ে ১৪৩ রান করে তারা ৷ শুরুর দিকে পুলিশ একাদশ একটু চাপে থাকলেও পরে ঝড়ো ব্যাটিং করে বারুইপুর প্রেস ক্লাব কে ১৪৪ রানের লক্ষ্যমাত্রা দেয় ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ভালোই ব্যাট করছিল বারুইপুর প্রেস ক্লাবের দুই ওপেনার প্রসেনজিত সাহা ও সত্যজিত মন্ডল ৷ জয়ের কাছাকাছি এসেও দশম ওভাবে সত্যজিত মন্ডল আউট হয়ে যায় ৷ তারপর পরপর উইকেটের পতন হতে থাকে ৷ শেষ পর্যন্ত ১২ ওভার খেলে ১৩২ রান করে তারা ৷