
সোনারপুরঃ সোলার লাইট বসল মথুরাপুরে। সাংসদ তহবিলের টাকায় এই লাইটগুলি বসানো হল। এরফলে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলি অন্ধকারের মধ্যে ছিল ৷ স্থানীয় বাসিন্দা বিশেষ করে মহিলাদের ভয়ে ভয়ে যাতায়াত করতে হত। আলো বসায় সেই সমস্যা অনেকটাই মিটল এলাকার বাসিন্দাদের ৷
আরও পড়ুনঃ নোয়াপাড়ায় জাগ্রত পঞ্চাননবাবার মন্দির
সোনারপুর ব্লকের সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুরে সোলার লাইট বসানো হল। সম্প্রতি মথুরাপুর হরিসভা, খেলার মাঠ সহ সোনারপুর ২ পঞ্চায়েত জুড়ে ১৯টি সংসদের গুরুত্বপূর্ণ মোড়ে সোলার লাইট বসানো হয়েছে। আলোর জন্য এলাকার বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে আবেদন জানিয়েছিলেন। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিষয়টি জানানো হয় সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র কে। তিনি তৎকালীন সাংসদ মাননীয়া মিমি চক্রবর্তীর কাছে প্রস্তাব পাঠান। সেই প্রস্তাব অনুযায়ী সাংসদ তহবিলের টাকায় বসেছে এই আলোগুলি।
বাতিস্তম্ভগুলিতে ৪টি করে আলো রয়েছে। প্রতিটি বাতিস্তম্ভ তৈরি করতে আনুমানিক খরচ পড়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। আগামী ৪ বছর তারাই এর রক্ষনাবেক্ষন করবে। পরবর্তীকালে স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এগুলির দেখভাল করবে।