
নরেন্দ্রপুরঃ ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীর দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের অবন্তিপুর এলাকায়। মৃতের নাম সুমিত মজুমদার (২৯)। মৃত্যুর কারণ খতিয়ে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আরও পড়ুনঃ খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক
বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যেই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাবা, মা, ভাইয়ের সাথে একই বাড়িতে থাকত সুমিত। অন্যান্য দিনের মতই রাতের খাওয়া-দাওয়া সেরে ঘুমাতে যায় সুমিত। সকাল হলেও ঘুম থেকে না ওঠায় পরিবারের সন্দেহ হয়। বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। তারপর দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। জানা গিয়েছে সুমিতের গড়িয়াহাট এলাকায় ফুটপাতে একটি দোকান ছিল। গতকালও তিনি ব্যবসা সেরে রাতে বাড়ি ফেরেন। স্বাভাবিকই ছিলেন বলে জানা গিয়েছে পরিবার সুত্রে।
দেহ উদ্ধার করে এদিনই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কি কারণে আত্মঘাতী হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে।