
নরেন্দ্রপুরঃ বোড়াল নতুন হাটখোলা পাড়া আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন ৷ নৈশালোকেও চলছে ফুটবল প্রতিযোগিতা ৷ শনিবার এই প্রতিযোগিতার উদ্ধোধন করে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম, পৌরমাতা সালমা সুলতানা ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররাও ৷
আরও পড়ুনঃ ছোটদের নিয়ে স্বপ্ন দেখছেন গড়িয়ার প্রদ্যুৎ
ক্লাবের সভাপতি শেখ রাজীব জানান প্রতিবছরের মত এবারও আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ এবার ১৯ তম বর্ষে পড়ল তাদের এই প্রতিযোগিতার আসর ৷ নক আউট পর্যায়ের টুর্নামেন্টে এবার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে ৷ শনিবার লীগ পর্যায়ের ম্যাচ ও একটি সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৷ শনিবারই একটি টিম ফাইনালে উঠবে ৷ পাশাপাশি রবিরারও একইভাবে অন্য গ্রুপের লীগ পর্যায়ের ম্যাচ ও সেমিফাইনাল ম্যাচ হবে ৷ তারপর নৈশালোকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ শনিবার দুপুরে এই প্রতিযোগিতার উদ্ধোধন করেন বিধায়ক ৷
রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকার বাসিন্দাদের উন্মাদনা তুঙ্গে ৷ বিভিন্ন বয়সের ফুটবল প্রেমীরা এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছেন ৷