
সোনারপুরঃ গড়িয়ার ফরতাবাদের সরকার বাড়িতে তেলের রহস্য বের করতে এবার বসল সিসিটিভি ৷ একাধিকবার পরীক্ষা করেও মাটির নীচ থেকে তেলের উৎস সম্পর্কে কোনও প্রমাণ মেলেনি ৷ জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পক্ষ থেকেও এই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে এটির উৎস খোলা জায়গা থেকেই ৷ প্রশ্ন হচ্ছে তাহলে কি বাইরে থেকে কোনওভাবে কেউ এই তেল এখানে স্প্রে করছেন ৷ এই সম্ভবনার বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছে না প্রশাসন ৷ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে ৷
আরও পড়ুনঃ শিবরাত্রির আগে সেজে উঠেছে সোনারপুরের একমাত্র ১২ শিবের মন্দির
রাজপুর সোনারপুর পুরসভা এলাকার ফরতাবাদের সরকার বাড়িতে দীর্ঘদিন ধরেই বের হচ্ছিল তেল ৷ বছর খানেক আগে এই কারণে বাড়িটি সংস্কার করা হয় ৷ তার পরেও ফের তেল বের হওযায় চিন্তিত হয়ে পড়ে পুরো পরিবার ৷ তারা এই ঘটনায় পুরসভা, থানা ও জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার দারস্থ হন ৷ বিষযটি জানতে পেরে নড়েচড়ে বসে পৌরসভাও ৷ মঙ্গলবার থেকে পৌরসভার পক্ষ থেকে শ্রমিক লাগিয়ে বাড়িটি পরিষ্কার করার কাজে হাত দেওয়া হয়েছে ৷ নতুন করে ফের তেল কোথা থেকে আসে এরফলে তা খতিয়ে দেখতে সুবিধা হবে বলে জানা গিয়েছে ৷ এর পাশাপাশি এই বাড়িতে বসানো হয়েছে সিসিটিভি ৷ বিভিন্ন অ্যাঙ্গেলে সিসিটিভি বসিয়ে বাড়ির ঐ অংশে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে ৷
পুরসভা সুত্রে জানা গিয়েছে নমুনা সংগ্রহ করে নিয়ে গেলেও এখনও পর্যন্ত রিপোর্ট দেয়নি জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া ৷ তারা কি রিপোর্ট দেন সেদিকে যেমন খেয়াল রাখা হচ্ছে এর পাশাপাশি পুরসভার পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷