
গড়িয়া – গড়িয়ার বাড়ি থেকে প্রতিদিন তেল বার হওয়ার পরিমান আরও বাড়ছে ৷ বাড়ির বিভিন্ন অংশ সহ গাছপালাতেও তেল ভর্তি হয়ে যাচ্ছে ৷ এই তেল বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই আশঙ্কায় পুরো পরিবার ৷ পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ ক্যামেরা লাগানোর পরামর্শ ৷ এরইমধ্যে বৄহস্পতিবার দুপুরে বাড়িতে এসে তেলের নমুনা সংগ্রহ জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
প্রতিনিধিদলের অন্যতম সদস্য সৌরভ খাঁ, যিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার ডাইরেক্টর, তিনি জানান তারা স্যাম্পেল কালেক্ট করেছেন ৷ তারা এটি পরীক্ষা করে দেখবেন ৷ প্রাথমিকভাবে তাদের পোড়া ভেজিটেবল তেল বলে মনে হচ্ছে ৷ মাটির নীচ থেকে এর সোর্স নয় বলেই প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে ৷ যদিও পরীক্ষার পরেই বিস্তারিতভাবে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি ৷
রাজপুর সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। পরিবার সুত্রে জানা গিয়েছে তারা গড়িয়ার ফরতাবাদ এলাকায় ৫০ বছরেরও বেশী সময় ধরে বসবাস করছেন ৷ প্রথমের দিকে কিছু না থাকলেও বছরখানেক আগে বাড়ির ডানদিকের অংশে হঠাৎই তেল বের হতে দেখা যায় ৷ বিষয়টি নিতে তারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ রাজপুর সোনারপুর পুরসভা, নরেন্দ্রপুর থানা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ায় তারা লিখিতভাবে জানান ৷ ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেছেন ৷ আজ জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয় ৷ উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধিরাও ৷ তবে এখনও পর্যন্ত তেল বার হওয়ার কারণ জানতে না পারায় আতঙ্কিত পুরো পরিবার ৷