ক্যানিং – দক্ষিণ ২৪ পরগনার গৌড়দহে একটি মন্দিরে চুরির ঘটনায় দ্রুত তদন্ত করে সফল হল পুলিশ। ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন সাফুই পাড়ার একটি প্রাচীন মন্দিরে চুরির অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গেই তদন্তে নামে জাবনতলা থানার পুলিশ।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড রায়দিঘির কুমড়ো পাড়া, ভেঙে পড়ল একাধিক বাড়ি ও বিদ্যুতের খুঁটি
তদন্তে নেমে ওই রাতেই পুলিশ গ্রেফতার করে রাহুল জসোয়াল নামে এক যুবককে। ধৃতকে রবিবার আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপরই ধৃতকে জেরা করে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া মূল্যবান সামগ্রী। পুলিশের দাবি, মন্দির থেকে যেসব সামগ্রী চুরি গিয়েছিল, তার বেশিরভাগই উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রাহুল একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। সেই কারণেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের হদিস পেতে তৎপর হয়েছে পুলিশ। বর্তমানে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, বা এর পেছনে বড় কোনও চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এদিকে, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। মন্দির কমিটির সদস্যরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তাঁরা জানান, “মন্দিরে চুরি আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। দ্রুত পুলিশ ব্যবস্থা না নিলে হয়তো কিছুই আর পাওয়া যেত না।” এই ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্দির ও সংলগ্ন এলাকায় রাত্রিকালীন টহলদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
