
কুলতলি – কুলতলিতে আক্রান্ত তৃণমূল কর্মী। কুলতলি ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
বাড়ির সামনেই আক্রান্ত তৃণমুলের বুথকর্মী। নাম সাজাহান লস্কর। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার চুপড়িঝাড়া অঞ্চলের রাধাবল্লভপুর এলাকায়। সোমবার রাতে চা দোকানে চা খেতে গিয়েছিল সাজাহান। সেই সময় চা দোকানেই ছিল সলমান খান। সলমান এলাকায় সিপিএমের সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। অভিযোগ লাঠি ও বাঁশ দিয়ে মারা তাকে। একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় কুলতুলি থানার পুলিশের বিশাল বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত তৃণমূল কর্মী ও তার পরিবার। কি কারনে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে কুলতলী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।