
সোনারপুর: ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে সোনারপুরের মানিকপুর এলাকায়। মৃতের নাম রাকেশ নাথ (৩৪)। পরিবারের লোকজন দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ মায়ের বকুনির জেরে আত্মঘাতী মেয়ে
সোনারপুর এর মানিকপুরের বাসিন্দা রাকেশ নাথ। ২০২০ সালে তার বিয়ে হয়। বিয়ের এক বছরের মধ্যে ২১ সালের সেপ্টেম্বর মাসে বাইক দুর্ঘটনায় তার এক পা জখম হয়। সেই থেকে বাড়িতেই বিছানায় শয্যাশায়ী ছিল রাকেশ। কোনও কাজকর্ম না থাকায় মানসিক অবসাদে ভুগছিল। বাবা-মা রবিবার পুরীতে বেড়াতে গিয়েছে। স্ত্রী অন্যের বাড়িতে আয়ার কাজ করত। এইকারণে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউই ছিল না। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ফ্যানের সাথে ঝুলে আত্মঘাতী সে।
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।