
নরেন্দ্রপুরঃ মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক প্রৌঢ় ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপাড়ায় ৷ খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ৷ ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহ শনিবার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷
আরও পড়ুনঃ স্ত্রীর সাথে মনোমালিন্য আত্মঘাতী স্বামী
রাজপুর সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি শীল (৫২) ৷ দীর্ঘদিন ধরেই তার কোনও কাজবাজ ছিল না ৷ তিনি বাড়িতেই থাকতেন ৷ একাধিক শারীরিক সমস্যাতেও ভুগছিলেন ৷ স্ত্রী বাড়িতে ছিলেন না ৷ তিনি কাজে গিয়েছিলেন ৷ সেইসময় ফাঁকা বাড়ি পেয়ে তিনি আত্মঘাতী হন ৷ তার স্ত্রী কাজ থেকে ফিরে এসে ঘরের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখেন ৷ দেখার সাথে সাথেই চিৎকার করেন ও প্রতিবেশীদের ডাকেন ৷ খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানাতেও ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৄত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে বাপি শীল নিসন্তান ৷ স্বামী ও স্ত্রী ছাড়া বাড়িতে আর কেউই থাকত না ৷ ইতিমধ্যে এই ঘটনায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে ৷