নরেন্দ্রপুরঃ এবারই প্রথমবারের মতো শুরু হতে চলেছে সুগম পার্ক বইমেলা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মন্দিরগেটের একেবারে কাছেই অবস্থিত এই বহুতল আবাসন, আর সেই আবাসনেই বইপ্রেমীদের জন্য খুলে যাচ্ছে এক নতুন দিগন্ত। সুগম পার্ক কৃষ্টি ও কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন, যা শুধু সাহিত্যচর্চার ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক মেলবন্ধনেরও এক অনন্য মঞ্চ হতে চলেছে।
১৫ই আগস্ট বিকেল ৪টায় মেলার শুভ উদ্বোধন হবে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে। স্বাধীনতা দিবসের গৌরবময় দিনে বইমেলার সূচনা নিঃসন্দেহে বিশেষ তাৎপর্য বহন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার কিংবদন্তি, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার (জুনিয়র)—যিনি তার জাদু দিয়ে সারা বিশ্বের দর্শককে মুগ্ধ করেছেন। এছাড়াও উপস্থিত থাকবেন প্রখ্যাত সাহিত্যিক সমীরণ দাস, জয়দীপ চক্রবর্তী, এবং সৈকত মুখোপাধ্যায়, যাদের সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। অতিথিদের তালিকায় থাকছেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার মানসী রায়চৌধুরী-ও, যিনি শিক্ষা ও সংস্কৃতির জগতে এক সুপরিচিত নাম।
এই বইমেলা চলবে ১৫, ১৬ ও ১৭ আগস্ট, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। মাত্র তিন দিনের এই আয়োজন হলেও, তার উষ্ণতা ও প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়বে বইপ্রেমীদের হৃদয়ে। এখানে আসলেই আপনি খুঁজে পাবেন নানা স্বাদের বই, নানারকম চিন্তা ও সৃজনশীলতার এক মিলনক্ষেত্র। মেলায় থাকছে নামকরা প্রকাশনা সংস্থা এবং লিটল ম্যাগাজিনের এক সমৃদ্ধ সমাহার। আনন্দ, অভিযান, দে’জ, মিত্র ও ঘোষ, কথোপকথন প্রোডাকশনস, অক্ষর সংলাপ, সুলেখা—এসবের পাশাপাশি আরও থাকছে মোট ২৫টি প্রকাশনা ও লিটল ম্যাগাজিন স্টল। শিশু সাহিত্য থেকে শুরু করে কবিতা, উপন্যাস, গবেষণামূলক রচনা—সব রকমের বইয়ের সমাহার থাকবে এখানে। বইপ্রেমীরা যেমন নিজের পছন্দের বই খুঁজে নিতে পারবেন, তেমনই নতুন পাঠকও আবিষ্কার করতে পারবেন সাহিত্য জগতের নতুন দিগন্ত।
সবচেয়ে আনন্দের বিষয়, এই বইমেলা অনুষ্ঠিত হবে সুগম পার্ক আবাসনের কমিউনিটি হলের মধ্যেই । শুধু আবাসনের বাসিন্দাদের জন্য নয়—যে কেউ ইচ্ছা করলেই এখানে আসতে পারবেন। আয়োজনের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে সাদর আমন্ত্রণ। অর্থাৎ, আপনি যদি বই ভালোবাসেন, নতুন লেখক ও প্রকাশকদের সাথে আলাপ করতে চান, কিংবা কেবল সাংস্কৃতিক পরিবেশে সময় কাটাতে চান—এই বইমেলা আপনার জন্যই। বইমেলা মানেই শুধু বই কেনা-বেচা নয়; এটি এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব, যেখানে বইয়ের সাথে সাথে মানুষের মনও মেলে ধরা হয়। প্রথমবারের আয়োজন হিসেবে সুগম পার্ক বইমেলা হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা—যা আগামী দিনে বড়সড় রূপ পেতে পারে। স্বাধীনতার মাসে, সংস্কৃতির এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে বাংলা সাহিত্য ও পাঠক সমাজকে আরও কাছে নিয়ে আসবে।
