
বারুইপুরঃ বিদ্যালয়ের পানীয় জলের সমস্যার ছবি সংবাদমাধ্যমের সামনে আসতেই ঘটনার ৫দিনের মাথায় বদলাল চিত্র ৷ স্কুলে বসানো হল নতুন ডিপ টিউবওয়েল ৷ কয়েকদিনের মধ্যেই আরও একটি ডিপ টিউবওয়েল বসানো হবে বলে জানিয়েছে ব্লক প্রশাসন ৷ এখন স্কুলের টিউবওয়েলের জলেই মিড ডে মিলের রান্নাবান্না করা হচ্ছে ৷ পানীয় জলের জন্য আর বাইরে যেতে হচ্ছে হচ্ছে না স্কুল ছাত্র-ছাত্রীদের ৷ তারা এখন স্কুলের কল থেকেই পানীয় জল নিচ্ছেন ৷ এরফলে খুশি সকলেই ৷
আরও পড়ুনঃ সংগীত কাপ উদ্ধোধনের কিছু মুহুর্ত
বারুইপুর ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে পানীয় জলের সমস্যার ছবি তুলে ধরেছিল সংবাদমাধ্যম ৷ তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ স্কুলের শিক্ষক তপ্যেন্দু ভট্টাচার্য জানান ২৩ সালে তিনি এই স্কুলে যোগদান করেছেন ৷ তখন থেকেই বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা ছিল ৷ শেষ পর্যন্ত সমস্যার সমাধান হওয়ায় তারা খুশি ৷ আরেক শিক্ষক মনোরঞ্জন কর জানান আরও একটি নতুন টিউবওয়েল বসবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক ৷ খুশি পড়ুয়ারাও ৷ তাদের পানীয় জল আনতে দুরে যেতে হত ৷ কল করে দেওয়ায় তারা সকলেই খুব খুশি ৷ তারা সকলেই পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হতেন ৷ এখন থেকে আর এই সমস্যায় তাদের পড়তে পবে না বলে জানায় ছাত্ররা ৷
বিদ্যালয়ে প্রায় একশোর মত ছাত্রছাত্রী আছে ৷ দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যায় ভুগছিলেন ৷ শেষ পর্যন্ত সমস্যার সমাধান হওয়ায় খুশি সকলেই ৷