
সোনারপুরঃ বয়স হলেই ব্রাত্য এই ধারণাকে বদলে দিতে চান এক তরুনী ৷ তাদের নিয়েই নতুন করে কিছু একটা করার একটা স্বপ্ন দেখছেন তিনি ৷ তার পরিকল্পনাতেই সোনারপুরে জ্যোতির্ময় নলেজ পার্কে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বৃদ্ধাবাস ৷ যেখানে থাকছে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা ৷ কাজের সুবাদে ও পরিবারে খুব কাছ থেকে বয়স্কদের একাকীত্ব, তাদের নানান সমস্যা ও যন্ত্রনা লক্ষ্য করেছেন তিনি ৷ তখনই তার মাথায় আসে বয়স্কদের জন্য কিছু একটা করার ৷ সুযোগ পেতেই কাজ শুরু করে দিয়েছেন তিনি ৷ নাম দিয়েছেন জ্যোতির্ময় ইয়ং হার্টস ক্লাব ৷ যেখানে নতুন করে জীবন শুরু করবেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া মানুষরা ৷ আপাতত এই কাজকে নিজের মত করে সাজিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করছে প্রিয়াঙ্কা চ্যাটার্জি ৷ তাকে এই কাজে পাশে থেকে সাহষ যোগাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জ্যোতির্ময় এডুকেশান অ্যাণ্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশানের কর্ণধার পার্থ গাঙ্গুলি ৷
পুরো ভিডিও দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ
কালীঘাট এলাকায় তার বাড়ি ৷ সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা ৷ সাহিত্যের প্রতি তার টান ছিল ছোটবেলা থেকেই ৷ তাই বাংলা নিয়েই ডিগ্রি অর্জন করেছেন তিনি ৷ তারপর সংবাদমাধ্যমের দুনিয়ায় প্রবেশ ৷ কর্মজীবনের শুরুতেই ইটিভি নিউজ বাংলায় সংবাদ পরিবেশক হিসেবে কাজ তারপর ইনকোডা টিভি, দুরদর্শন, সিটিভিএন মত চ্যানেলে কাজ করেছেন তিনি ৷ মিডিয়ার কাজকে বিদায় জানিয়ে একটি শিক্ষা সংস্থার উচ্চপদে যোগ দেন তিনি ৷ হঠাৎই তার সাথে আলাপ হয় জ্যোতির্ময় এডুকেশান অ্যাণ্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশানের কর্ণধার পার্থ গাঙ্গুলির ৷ তার সংস্থায় যোগ দেন এবং সোনারপুরের তেমাথায় সংস্থার প্রধান কার্যালয়ে একটি বৄদ্ধাবাস তৈরি করার পরিকল্পনা করেন তিনি ৷ বিষয়টি পার্থবাবুকে জানাতে তিনিও উৎসাহ দেন ৷
সরস্বতী অনলাইন ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে তৈরি হতে চলেছে জ্যোতির্ময় ইয়ং হার্টস ক্লাব ৷ এর নামকরও করেছেন প্রিয়াঙ্কা ৷ নিজেই পুরো কাজের তদারকি করছেন ৷ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বয়স্কদের সমস্ত সমস্যা ও অসুবিধার কথা মাথায় রেখেই এই বৃদ্ধাবাস তৈরি করা হচ্ছে ৷ যেখানে সম্পুর্ণ সবুজ প্রাকৄতিক পরিবেশের মধ্যে থাকতে পারবেন তারা ৷ চলতি বছরেই এই বৄদ্ধাবাস চালু হওয়ার কথা বলে জানা গিয়েছে ৷