সোনারপুরঃ পাহাড়ের ডাক মানে না কোনো বাধা—আর সেই চ্যালেঞ্জকেই নিজের করে নিয়েছে সোনারপুরের পর্বতারোহী সংগঠন ‘আরোহী’। একেবারে গাইড বা শেরপা ছাড়াই হিমাচল প্রদেশের লাহুল স্পীতি জেলার অন্যতম কঠিন ও টেকনিক্যাল পর্বতশৃঙ্গ রামজ্যাক (৬৩১৮ মিটার) জয় করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ‘আরোহী’র চার সদস্যের একটি সাহসী দল।
আরও পড়ুনঃ বারুইপুরে আদি গঙ্গার পাড়ে উচ্ছেদ অভিযান, ক্ষোভে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের
অভিযানের নেতৃত্বে রয়েছেন ডাঃ উদ্দীপন হালদার, যিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন পর্বতারোহণ অভিযানে যুক্ত। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন নৈতিক নস্কর, দেবাশীষ মজুমদার ও দীপাশ্রী পাল—সবাই পর্বতারোহণে অভিজ্ঞ ও প্রশিক্ষিত। এই অভিযান সম্পূর্ণরূপে সেল্ফ-সাপোর্টেড, অর্থাৎ কোনরকম পোর্টার বা শেরপার সাহায্য ছাড়াই তাঁরা নিজেরাই বহন করছেন প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার ও অন্যান্য রসদ। ‘আরোহী’র এই প্রচেষ্টা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও তাঁরা অক্টোবরে সিনকুন ওয়েষ্ট ও সিনকুন সাউথ শৃঙ্গ সফলভাবে আরোহণ করেন একইভাবে, এবং এ বছর শীতকালেও একটি অনন্য সেল্ফ-সাপোর্টেড অভিযান সম্পন্ন করেন। রামজ্যাক অভিযানে এবার সেই ধারাবাহিকতাই বজায় রাখা হচ্ছে।
রামজ্যাক শৃঙ্গ পর্বতারোহণ জগতের এক গুরুত্বপূর্ণ নাম, যা তার উচ্চতা ও টেকনিক্যাল রুটের জন্য পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও একইসাথে চ্যালেঞ্জিং। শেরপা ছাড়া এই শৃঙ্গ জয় করার পরিকল্পনা যথেষ্ট সাহসিকতার পরিচয় দেয়। অভিযানের সাফল্য নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই মনে করছেন পর্বতারোহণ মহল। এই দুঃসাহসিক অভিযানের প্রতি রইল শুভকামনা। ‘আরোহী’র এই পদক্ষেপ নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতের তরুণ পর্বতারোহীদের।
ছবি সোনারপুর আরোহীর ফেসবুক পেজ থেকে ৷
