
সোনারপুর – রাজপুর সাধারণ সম্মিলনী স্কুলের মাঠে অনুষ্ঠিত হল সোনারপুর পশ্চিম চক্রের সার্কেল স্পোর্টস ৷ মোট ৭৯টি স্কুলের ২৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই খেলায় ৷ মোট ৩৪ ধরনের খেলা অনুষ্ঠিত হয় ৷ প্রতিটি খেলার প্রথম স্থানাধিকারীরা সুযোগ পাবে মহকুমা পর্যায়ের খেলায় ৷
আরও পড়ুন – আগামীকাল থেকে শুরু এমএলএ কাপ
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় স্কুলেই ৷ এই সমস্ত খেলায় যারা প্রথম স্থানাধিকারী হয় তারা সুযোগ পায় সার্কেল স্পোর্টসে ৷ সোনারপুর পশ্চিম সার্কেলে মোট ৭৯টি স্কুল রয়েছে ৷ এরমধ্যে রাজপুর পৌর এলাকা, নরেন্দ্রপুর এলাকা, লাঙবেড়িয়া অঞ্চল, পোলঘাট অঞ্চল, বনহুগলী অঞ্চল ও ঋষি রাজনারায়ণ অঞ্চলের প্রাইমারী স্কুলগুলি রয়েছে ৷
মাঠে উপস্থিত ছিলেন ৭৯টি স্কুলের শিক্ষক ও শিক্ষিকা সহ সোনারপুর পশ্চিম সার্কেলের বিদ্যালয় পরিদর্শক জগন্নাথ বিশ্বাস, বিডিও সোনারপুর শিঞ্জিনী সেনগুপ্ত, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক, সহ সভাপতি সন্দীপ কুমার দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমন হালদার ও ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমিতা অর্চনা মিত্র ৷