সোনারপুরঃ সোনারপুর কলেজ বিতর্কে ফের উত্তাল হচ্ছে পরিস্থিতি। কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আগামীকাল, রবিবার বিকেল ৫টায় একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। কলেজ চত্বরে জমায়েত হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই মিছিল শুধুই প্রতিবাদের জন্য নয়, বরং কলেজের পুরনো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে এই পদক্ষেপ। এক প্রাক্তন ছাত্র বলেন, “আমাদের কলেজের সঙ্গে এই ধরনের নোংরামি মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে আমরা রাস্তায় নামছি।”
সম্প্রতি এক যুব তৃণমূল নেতার সঙ্গে কলেজের ছাত্রীকে নিয়ে মাথা টেপানোর ভিডিও ভাইরাল হয়। তারপর থেকেই বিতর্ক চরমে। শুধু তাই নয়, সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির তরফে কলেজ ক্যাম্পাস ও ইউনিয়ন রুমে নেশার একাধিক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা গিয়েছে বহিরাগতদের উপস্থিতি। অভিযোগ, ওই ভিডিওগুলিতেও তৃণমূল ঘনিষ্ঠ কিছু নেতার নাম উঠে এসেছে, যাঁরা ছাত্রই নন। এই সমস্ত ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। বিষয়টি নিয়ে প্রথমে নীরব থাকলেও পরে মুখ খোলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। তিনি স্পষ্ট বলেন, “দল কোনও অন্যায়কে সমর্থন করে না। কলেজে শুধুমাত্র ছাত্রছাত্রীদেরই প্রবেশাধিকার থাকবে।” কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এই পরিস্থিতিতে কলেজের ভাবমূর্তি রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার দায়িত্ব তুলে নিচ্ছেন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা। আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়েও চলছে জোর আলোচনা।
