
সোনারপুরঃ শেষ পর্যন্ত অভিযান বাতিল করেই ফিরতে হল সোনারপুর আরোহীর সদস্যদের ৷ এক সপ্তাহ ধরে প্রবল তুষারপাতের পুর্বাভাসের জেরেই বাতিল করা হয়েছে এই অভিযান ৷ সমস্ত সদস্য মানালিতে ফিরে এসেছেন ৷ ১৪ তারিখ তাদের কলকাতায় ফিরে আসার কথা বলে জানিয়েছেন দলনেতা রুদ্রপ্রসাদ হালদার ৷
সিনকুন সাউথ অভিযানের উদ্দেশ্যে ৬ই মার্চ পর্বতারোহী দলের দুই সদস্য উদ্দীপন হালদার ও দেবাশীষ মজুমদার ছিকা গ্রাম থেকে বেরিয়ে পালামৌ গ্রামের উপরে বিআরও অফিসের পাশ দিয়ে আরও উপরে উঠে ৪ হাজার মিটার উচ্চতায় একটি ক্যাম্প তৈরি করে ৷ অভিযানের বাকি তিন সদস্য রুদ্রপ্রসাদ হালদার ও রাহুল হালদার ও অরুনাভ সাঁপুই ছিকা গ্রাম থেকে বেরিয়ে বিআরও অফিসের পাশে ৩৭০০ মিটারে ক্যাম্প তৈরি করেন ৷ পরেরদিন অর্থাৎ ৭ই মার্চ শুক্রবার আরও ৩০০ মিটার উপরে একটি ক্যাম্প তৈরি করেন উদ্দীপন ও দেবাশীষ ৷ এই একইদিনে রুদ্রপ্রসাদ ও রাহুল ৪২০০ মিটার পর্যন্ত লোড ফেরি করে ফিরে আসে ৷ ৮ তারিখে দেবাশীষ ও উদ্দীপন ৪৬০০ মিটারে গিয়ে রেইকি করে আবার ক্যাম্পে ফিরে আসে ৷ বিআরও ক্যাম্প থেকে পোর্টার নিয়ে ৪২০০ মিটারের ক্যাম্পে লোড ফেরি করে ৷ এরইমধ্যে ৯ তারিখের পুর্বাভাস অনুযায়ী টানা এক সপ্তাহ তুষারপাতের পুর্বাভাস থাকায় অভিযান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ মালপত্র উপরের ক্যাম্প থেকে ফেরি করে নীচে নিয়ে আসা হয় ৯ তারিখেই ৷
আরও পড়ুনঃ পুলিশ সুপারের অফিস ঘেরাও বামেদের
অভিযানের উদ্দেশ্যে ২২শে ফেব্রুয়ারী শনিবার হাওড়া থেকে পুর্বা এক্সপ্রেস ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় সোনারপুর আরোহীর পর্বতারোহী দল ৷ ২৩শে ফেব্রুয়ারী রবিবার দিল্লিতে পৌঁছে বিকেলে মানালি যাওয়ার বাস ধরে তারা ৷ ২৪শে ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মানালি পৌঁছায় পুরো টিম ৷ সারাদিন মানালিতে কাটিয়ে প্রয়োজনীয় কেনাকাটা সারেন এবং পর্বত আরোহণের সরঞ্জাম সংগ্রহ করেন ৷ পরেরদিন ২৫শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালেই মানালি থেকে বের হয়েছিলেন সোনারপুর আরোহীর পাঁচ সদস্যের এই অভিযাত্রী দল ৷ প্রথমে তারা যান কেলংয়ে ৷ কেলংয়ে ডিসি অফিস ও পুলিশ সুপারের অফিসে নিয়মানুযায়ী সমস্ত তথ্য জমা করা হয় ৷ তারপর ছিকা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় পুরো টিম ৷ ১২ হাজার ফুট উচ্চতায় এই গ্রাম এই পথের শেষ গ্রাম ৷ এখানেই দুদিন থাকার কথা ছিল তাদের ৷ আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি মেডিকেল ক্যাম্প ও এখানকার ছোটছোট বাচ্ছাদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়ার কথা রয়েছে তাদের ৷ ২৫শে ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর থেকে ৫ই মার্চ টানা দশ দিন ছিকা গ্রামের কমিউনিটি সেন্টারে আটকে ছিলেন তারা ৷
পুর্বাভাস অনুযায়ী ১০ তারিখ সকাল থেকেই শুরু হয়ে যায় তুষারপাত ৷ সকালবেলা কোনওরকমে একটি গাড়িতে মালপত্র তুলে দারচা পর্যন্ত এসে পৌঁছায় অভিযাত্রী দল ৷ গাড়ি থেকে মালপত্র নামিয়ে ফের লোড ফেরি করে খানিকটা নিয়ে যেতে হয় তাদের ৷ তারপর আরও একটি গাড়ি করে ১০ তারিখ রাতেই মানালি এসে পৌঁছায় অভিযাত্রী দল ৷