
সোনারপুর – কালিকাপুর রামকমল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল সোনারপুর চক্রের সার্কেল স্পোর্টস ৷ ৮৪টি স্কুলের ২২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই খেলায় ৷ মোট ৩৪ ধরনের খেলা অনুষ্ঠিত হয় ৷ প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৄতীয় স্থানাধিকারী সুযোগ পাবে মহকুমা পর্যায়ের খেলায় ৷
আরও পড়ুন – প্রয়াত প্রাক্তনকে শ্রদ্ধা বর্তমানের
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় স্কুলেই ৷ এই সমস্ত খেলায় যারা প্রথম, দ্বিতীয় ও তৄতীয় হয় তারাই সুযোগ পায় সার্কেল স্পোর্টস ৷ সোনারপুর সার্কেলে মোট ৮৪টি স্কুল রয়েছে ৷ এরমধ্যে কালিকাপুর ১ ও ২গ্রাম পঞ্চায়েত, সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েত, প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত, কামরাবাদ গ্রাম পঞ্চায়েত, খেয়াদহ ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এবং গড়িয়া এলাকার প্রাইমারী স্কুলগুলি রয়েছে ৷
মাঠে উপস্থিত ছিলেন ৮৪টি স্কুলের ৪৫০জন শিক্ষক সহ সোনারপুর সার্কেলের বিদ্যালয় পরিদর্শক শৈলেশ পাল, জেলা পরিষদ সদস্য দিপ্তী মন্ডল ও সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমন হালদার ৷