সোনারপুরঃ সোনারপুর আজ রঙিন হয়ে উঠল রাখীবন্ধন উৎসব আর সংস্কৃতি দিবসের মিলিত আনন্দে। সকাল থেকেই শহরের অলিগলি, ক্লাবঘর থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটি হলে দেখা গেল উৎসবের আমেজ। প্রথা মেনে ভাইবোনের বন্ধনকে দৃঢ় করতে রাখী বাঁধা, মিষ্টিমুখ আর শুভেচ্ছা বিনিময়ে মুখরিত ছিল এলাকা।
আরও পড়ুনঃ নরেন্দ্রপুর সুগমপার্কে প্রথম বইমেলা: বই, সংস্কৃতি ও তারকাখচিত উদ্বোধন
রাজনৈতিক ভেদাভেদও আজ মুছে গেল মিলনের আবহে। বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা একসাথে অংশ নিলেন এই আনন্দে। সোনারপুর দক্ষিণ ও সোনারপুর উত্তর—দুই বিধানসভা কেন্দ্রেই আয়োজিত হল একাধিক অনুষ্ঠান। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র বামনেতা সুজন চক্রবর্তীকে রাখী পরিয়ে সৌহার্দ্যের এক বিরল বার্তা দিলেন। শুধু তাই নয়, তিনি দলীয় কর্মী, পুলিশ কর্মী, সাধারণ মানুষকেও রাখী বেঁধে সুরক্ষা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করলেন। অন্যদিকে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগমও সক্রিয়ভাবে যোগ দেন উৎসবে। তিনি দলীয় কর্মী, পথচলতি মানুষ, অটোচালক, টোটোচালক—সবাইকে রাখী পরিয়ে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিলেন। এই উদ্যোগ সমাজের প্রতিটি স্তরে সম্প্রীতির সেতুবন্ধন রচনা করেছে।
আজকের দিনটি প্রমাণ করল, রাখীবন্ধন কেবল ভাইবোনের সম্পর্কের উৎসব নয়—এটি একে অপরকে সুরক্ষার প্রতিশ্রুতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। সংস্কৃতি দিবসের সঙ্গে মিলিয়ে এই আয়োজন যেন সোনারপুরে হয়ে উঠল এক মিলনমেলা, যেখানে রাজনীতি, পেশা বা ধর্ম—সব বিভাজন হার মানল মানবতার কাছে। সোনারপুরের এই উদাহরণ দেখিয়ে দিল—ঐক্য, ভালোবাসা ও সম্মানই পারে সমাজকে সত্যিকারের শক্তিশালী করে তুলতে। আজকের এই বন্ধন তাই শুধু হাতে নয়, বাঁধা রইল মনেও।
