নরেন্দ্রপুরঃ নরেন্দ্রপুর থানার উচ্ছেপোতা এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ১৩ লাখ টাকা না পেয়ে নিজের মায়ের মাথা ফাটিয়ে দেয় এক যুবক! পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কমলেশ সরদার। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার বাবা বাবলু সরদার ও মা গীতা সরদার। গীতা দেবী পেশায় সবজি বিক্রেতা। অভিযোগ, কয়েক বছর আগে বাড়ির ছাদ ঢালার সময় তিন লাখ টাকা সাহায্য করেছিল ছেলে কমলেশ। মোট খরচ হয়েছিল আট লাখ টাকা। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই মা–বাবার কাছে ১৩ লাখ টাকা দাবি করে বসে সে।
আরও পড়ুনঃ সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে—সুন্দরবনে দুই নারীর বিয়ে, ভালোবাসার জয়
কাছে এত টাকা না থাকায় গীতা দেবী টাকা দিতে অস্বীকার করেন। তিনি জানান, ছেলে যে টাকা দিয়েছিল, তা ফেরত দেবেন, কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া সম্ভব নয়। এরপরই মায়ের ওপর চড়াও হয় কমলেশ। মায়ের মাথায় আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগ। এমনকি বাবাকেও মারধর করে সে। রক্তাক্ত অবস্থায় গীতা দেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর আহত মা গীতা দেবী নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে চাঞ্চল্যের ছায়া। স্থানীয়দের প্রশ্ন—“টাকার জন্য এ কেমন পুত্রসন্তান?”
