নরেন্দ্রপুরঃ চাঞ্চল্যকর খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত। গত ২৪শে আগস্ট দোকানের ভেতর খুন হন কালাম শেখ। অভিযোগ, রাতে চুরি করতে এসে ঘুম ভাঙায় দোকানদারকে খুন করে এক দুষ্কৃতী। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে ঘুটিয়ারী এলাকার বাসিন্দা মফিজুল রহমানকে।
পুলিশ সূত্রে খবর, লোকাল সোর্স, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, সংসারে অভাবের কারণেই চুরি করতে বেরিয়েছিল মফিজুল। কিন্তু দোকানের ভেতরে ঢোকার পর হঠাৎই ঘুম ভেঙে যায় কালাম শেখের। ধরা পড়ে যাওয়ার ভয়ে ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করে মফিজুল—এমনটাই জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনার রাতে হঠাৎ দোকান থেকে আওয়াজ পেলেও খেয়াল করেননি তাঁরা। পরদিন সকালে দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় কালাম শেখের দেহ।
পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি চুরির সাথে যুক্ত অন্য কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।
